বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র
বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র
তারিখঃ ১২-০৩-২০১৯ বরাবর নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুর। বিষয়ঃ বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের অধিবাসী । আমাদের গ্রামটি একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় ছয় হাজার লোক বাস করে। দুই বছর আগে গ্রামটি বিদ্যুতায়িত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, বিদ্যুতায়নের পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট এলাকার একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ১০-১৫ বার বিদ্যুৎ চলে যায়। মাঝে মাঝে বিদ্যুৎ একেবারেই থাকে না। ফলে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নলকূপ এবং অন্যান্য কল-কারখানা বন্ধ হয়ে উৎপাদন ব্যাহত হচ্ছে। শিক্ষাথীদের পড়াশোনারও দারুণ ব্যাঘাত ঘটছে। ইতো পূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনো ফল হয়নি। অতএব, জনাবের নিকট আকুল প্রার্থানা বিদ্যুৎ সরবরাহে আর যেন কোনো রুপ ব্যাঘাত না ঘটে তার যথাযথ ব্যবস্থা গ্রহন করতে আপনার বিশেষ মর্জি হয়। নিবেদেন গাজী শরীফ গ্রামবাসীর পক্ষে।
Previus
Next
Share This Post