বিদ্যালয়ে ক্যান্টিন খোলার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত
বিদ্যালয়ে ক্যান্টিন খোলার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত
তারিখঃ ০৩-১৩-২০১৯ বরাবর প্রধান শিক্ষক দাসপাড়া উচ্চ বিদ্যালয়। রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিষয়ঃ বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়টি একটি স্বনামধন্য বিদ্যালয়। এখানে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এক যে, আমাদের বিদ্যালয়েটিতে কোনো ক্যান্টিন নেই। আমরা একটি ক্যান্টিনের প্রয়োজনীয়তা খুব তীব্রভাবে অনুভাব করছি। কারণ আমাদের ক্লাস শুরু হয় সকাল নয়টায় এবং শেষ হয় বিকেল চারটায়। মাঝখানে বিরতি ৩০ মিনিট। এই সময়ের মধ্যে অনেকেই বাইরের হোটেল অথবা রেস্টুরেন্ট থেকে কিছু না কিছু খেয়ে থাকে। আর এসব হোটেলের নোংরা, বাসি ও মানহীন খাবার খেয়ে প্রায়ই অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তা ছাড়া বিদ্যালয়ের সামনের বড় রাস্তাটি পার হয়ে এসব দোকানে যেতে হয়। বিধায় সেখানে দুর্ঘনার ভয় তো থেকেই যায়। অনেক সময় রাস্তায় অপেক্ষামাণ বখাটে ছেলেদের উৎপাত সহ্য করতে হয় বিদ্যালয়ের ছাত্রীদের । এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের বৃহত্তর স্বার্থে বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে একটি ক্যান্টিন স্থাপন করা আবশ্যক। অতএব, ছাত্র-ছাত্রীদের এসব সমস্যার কথা বিবেচনা করে আমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের জন্য প্রয়োজনীঢ ব্যবস্থা নিতে আপনার বিশেষ মর্জি হয়। নিবেদক দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে- গাজী শরীফ দশম শ্রেনী রোল নং-১
Previus
Next
Share This Post