বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পূনর্বাসন কজে অংশগ্রহেণের অনুমতি চেয়ে আবেদনপত্র। 


বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পূনর্বাসন কজে অংশগ্রহেণের অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধানের নিকট আবেদনপত্র

তারিখঃ ০৩-১৩-২০১৯ বরাবর প্রধান শিক্ষক দাসপাড়া উচ্চ বিদ্যালয়। রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিষয়ঃ বন্যার্তদের মাঝে ত্রাণ ও পুণর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, এই বছরের ভয়াবহ বন্যায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা। মেঘনা নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ উপজেলা আজ বন্যাকবলিত। ইতোমধ্যে বাড়ি ঘর পারিতে ডুবে গেছে। ভেসে গেছে অসহায় কৃষকের গরু-বাছুর এবং তাদের সদ্যতোলা ফসল। অনেক জমির কাঁচা -পাকা ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে। হাজার হাজার লোক এখান পানি বন্ধি পানীয় জলের অভাবে দেখা দিূেয়ছে কলেরা, টাইফয়েড , আমাশয় ইত্যাদি রোগ। অভিলম্বে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুণর্বাসের কাজে সকলে এগিয়ে না এলে দুর্ঘতদের জীবন বাচঁনো সম্ভব হবে না। এমতাবস্থায় আপানার সদয় অনুমতি সাপেক্ষে আমরা দুর্গতদের পাশে দাঁড়াতে চাই। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুণর্বাসন কাজে আমাদের অংশগ্রহণের অনুমতি প্রদান করতে আপনার বিশেষ মর্জি হয়। নিবেদক নিবেদক দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে- গাজী শরীফ দশম শ্রেনী রোল নং-১

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য দরখাস্ত
Previus
বিদ্যালয়ে ক্যান্টিন খোলার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম