ডেঙ্গুজ্বরের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাষণ তৈরি.....
ডেঙ্গুজ্বরের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ভাষণ তৈরি কর।
যুদ্ধ, সন্ত্রাস, অরাজকতা, চাঁদবাজি প্রভৃতির করালগ্রাসে যখন মানব জীবন অনিবার্য করুণ পরিণতির দিকে ধুঁকে ধুঁকে এগিয়ে চলছে তখনই আর একটি ভয়ঙ্কর মারাত্মক ব্যাধি আমাদের জীবনে আতঙ্কের সৃষ্টি করেছে, যার নাম ডেঙ্গুজ্বর। আর সেই ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত আজকের সভার মাননীয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সুধীমন্ডলীকে সালাম ও শুভেচ্ছা।
বন্ধুরা আমার, আজকে যে ডেঙ্গুজ্বরের আলোচনায় আমরা সমবেত, তার কোনো প্রতিষেধক নেই, আছে প্রতিরোধের উপায়। তাই আমাদের জানা দরকার, ডেঙ্গু কী? কীভাবে এর প্রতিরোধ কারা যায়? ডেঙ্গুজ্বর থেকে মুক্তি পেতে হলে আমাদের এডিস মশা থেকে মুক্তি পেতে হবে। এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। এ লক্ষ্যে আমাদের বেশ কিছু জরুরি কাজ সম্পাদন করতে হবে। যেমন : ডোবা, নর্দমা, ড্রেন, বাসা-বাড়ির ছাদে, ডাবের খোসায়, টায়ারের বাটিতে, ভাঙ্গা কৌটায় যাতে পানি জমতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহন করে এডিসের বংশ বিস্তার রোধ করা যায়। ঘুমোনোর সময় মশারি টাঙিয়ে ঘুমানোর দরকার। পরিবেশকে পরিচ্ছন্ন রাখলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না। আর ডেঙ্গজ্বরও হবেনা।
Previus
Next
Share This Post