পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে পত্র


পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে পত্র |

প্রিয় সুরভী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার পত্র পেয়েছি। পত্রে তুমি আমার এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কাটানোর পরিকল্পনা সম্পর্কেক জানতে চেয়েছ। আজকের চিঠিতে তোমাকে এ ব্যাপারে কিছু লিখতে চেষ্টা করছি। পরীক্ষা শেষ হয়েছে মাত্র দু‘দিন আগে। অথচ ফল প্রকাশের প্রতীক্ষায় আমাকে অন্তত তিন মাস বসে থাকতে হবে। কি›তু এত বড় সময় হেলায় কাটানো যাবে না। তাই এ দিনগুলো কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করব বলে মনস্থ করেছি। তুমি জানো শিক্ষাই জাতির মেরুদন্ড। আমাদের দেশে এখনও অনেক লোক নিরক্ষর । তাদেরকে রেখে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ভাবছি এ অবসর সময়টুকু নিরক্ষরদের সেবায় অতিবাহিত করব। এ উদ্দেশ্রে গ্রামের কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে আমাদের গ্রামে একটা নৈশ বিদ্যালয় স্থাপন করব এবং সেখানে নিরক্ষরদের অক্ষরজ্ঞান দানের ব্যবস্থা করব। আমিসহ আমার বেশ কয়েকজন সহপাঠী , যারা এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা এ ব্যাপারে যথেষ্ট আগ্রহী। আমরা মনে করি গ্রামের বয়স্ক মানুষদেরকে কিছুটা শিক্ষিত করে তুলতে পারলে গ্রামের পরবর্তী প্রজন্ম যথেষ্ট উপকৃত হবে। নৈশ বিদ্যালয়ে যারা শিক্ষা লাভ করবে, তারা শিক্ষার মর্ম কিছুটা হলেও উপলব্ধি করতে পরবে। এ ফলে তারা তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারেও আন্তরিক হবে। আরেকটা মজার বিষয় হলো, বর্তমান টিপসইয়ের ব্যবস্থা উঠে গেছে। সকল ক্ষেত্রেই স্বাক্ষরের প্রয়োজন হয়। তাই আমি মনে করি, গ্রামের নিরক্ষর বয়স্ক মানুষগুলো আমাদের উদ্যোগকে যথেষ্ট আন্তুরিকতার সাথে গ্রহণ করবে। তাতে গ্রামের অশিক্ষিত লোকেরা জীবন ও জগতের সঙ্গে তাদের পরিচয় অনেকটা ফুটিয়ে তুলতে সক্ষম হবে এবং অবদান রাখবে জাতীয় উন্নয়ন কর্মকান্ডে। আমার এ প্রচেষ্টা ক্ষুদ্র হলেও এর তাৎপর্য গভীর। তোমার আব্বা ও আম্মাকে সালাম দিও। আজ আর নয়। ইতি তোমার বন্ধু

রাফসান

[এখানে খাম আঁকবে]

বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র
Previus
ঐতিহাসিক স্থান ভ্রমনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম