বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র


বই পড়ার আনন্দ জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র

প্রিয় সুরভী, একরাশ প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। সম্প্রতি আমাদের বিদ্যালয়ে মিলনায়তনে ‘বই পড়, আনন্দ পাও’ শীর্ষক সেমিনারে আমি অংশগ্রহন করেছিলাম। সেমিনারে বই পড়ার আনন্দ সম্পর্কে অনেক সারগর্ভ আলোচনা হয়েছে। সেখানে আমি আমার মতামত ব্যক্ত করেছি, যা তোমাকে জানাতে চাই।ড় বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরীর মতে, বই পড়ার আনন্দ অতুলনীয়। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । এটি এমন এক অনুভুতি - যা শুধু বই পড়ার অভিজ্ঞতা থেকেই বোঝা সম্ভব, অন্যথায় নয়। বই হলো জ্ঞানের আধার । শুধু তাই নয়, আমাদের জীবনের সুখ-দুঃখ , আনন্দ-বেদনা কালির অক্ষরে মুদ্রিত হয় বইয়ের পাতায়। একটি ভালো বই পাঠককে যেমন বিমল আনন্দ দান করে, তেমনই তার মনে অফুরন্ত প্রেরনা ও উৎসাহ সঞ্চারিত করে। বিচিত্র বিষয় নিয়ে রচিত বিচিত্র ধরনের বই মানুষকে নিয়ে যায় অজানা আনন্দের জগতে। সেই জগতে বিচরণ করে মানুষ হয়ে উঠে সৃষ্টিশীল ও স্বপ্নবিলাসী। নিজে স্বপ্ন দেখার পাশাপাশি তখন মানুষ অন্যকেও স্বপ্ন দেখতে পারে। আর এই স্বপ্ন বাস্তবায়নের পথও বই পড়ার মাধ্যমেই মানুষ জানতে পারে। তাই বইয়ের মতো বন্ধু এ জগতে আর নেই। আবার বই পড়ার মধ্য দিয়েই যুগে যুগে আবির্ভূত মহামানব ও মনীষীদের মনোজগতের সাথে আমরা পরিচিত হই। আমরা জানতে পারি তাঁদের স্বপ্ন ও আদর্শের কথা। ফলে আমাদের মধ্যে শুভ্র চেতনার উন্মেষ ঘটে এবং নৈতিকতাবোধ জাগ্রত হয়। আর এর মধ্য দিয়েই আনন্দের প্রকৃত স্ফুরণ ঘটে। কারণ যা কিছু ভালো এবং কল্যাণকর তার মধ্যেই নিহিত থাকে অনবিল আনন্দ আর ভালোলাগার অনুভুতি। এই অনুভুতি অমূল্য । সুতরাং বই পড়া মানেই আনন্দের ঝরনাধারায় অবগাহন করা; আনন্দের আলোকধারায় উদ্ভাসিত হওয়া। তাই তোমার অবসর সময়কে বই পড়ার আনন্দে ভরিয় তোল। ভালো থেকো। তোমার আব্বা ও আম্মাকে আমার সালাম দিও। ইতি তোমার বন্ধু রাফসান

[এখানে খাম আঁকবে]
তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র লেখ
Previus
পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম