তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র লেখ


তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

প্রিয় সুরভী, অনেক দিন পর তোমার চিঠি পেলাম। খুব ভালো লাগছে। তোমার মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে জানতে পেরে চিন্তামুক্ত হলাম। আামিও খুব ভালো পরীক্ষা দিয়েছি। চিঠিতে তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ। তুমি তো জান, আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র ও অশিক্ষিত । অর্থাভাবে এরা সুচিকিৎসা থেকে বঞ্চিত । তাছাড়া জনসংখ্যার তুলনায় আমাদের দেশে ভালো চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে। চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করছে হাজার হাজার গরিব মানুষ। এসব ভেবেচিন্তে ঠিক করেছি আমি একজন ডাক্তার হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব। তাই মাধ্যমিক পরীক্ষা পাসের পর অধ্যাপক আবদুল মজিদ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হব। এখানে ভালোভাবে পড়াশোনা সম্পন্ন করতে পারলে ডাক্তার হওয়ার পথ সুগম হবে। তাই আমি ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব। দুস্থ ও দুঃখী মানুষের দুর্দশার কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধ পরিকর। কারণ আর্তমানবতার সেবাকেই আমি জীবনের পরম ব্রত বলে মনে করি। তুমি অনেক দিন হলো আমাদের বাড়িতে আস না। আম্মা তোমার কথা প্রায়ই বলেন। তুমি এলে আমাদের বাড়ির সবাই খুশি হবে। আর বিশেষ কি। আমরা সবাই ভালো আছি। ইতি তোমারই রাফসান

[এখানে খাম আঁকবে]
গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে তোমার ভূমিকার বর্ণনা দিয়ে বন্ধকুে পত্র
Previus
বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম