মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটি পত্র


তোমার বন্ধু মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

প্রিয় সুরভী, আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল, তোমার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আমি জেনে খুবই খুশি হয়েছি যে, সব বিষয়ে কৃতিত্বপূর্ণ নম্বর পেয়ে তুমি বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছ। এ সাফল্যের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন জাানচ্ছি। তোমার এ কৃতিত্ব আমাদের সকলের কাছে গৌরবের । তোমার এ সাফল্যে আব্বা ও আম্মা খুশি হয়ে তোমাকে প্রাণভাবে দোয়া করেছেন। পরম করুণাময় আল্লাহকে অশেষ ধন্যবাদ, তিনি তোমার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক করেছেন। এভাবে চেষ্টা ও পরিশ্রমের সাহায্যে এগিয়ে তোমার ভবিষ্যৎ জীবনও সাফল্যমন্ডিত হবে। তাই সব সময় তুমি জ্ঞান আর মেধার অনুশীলনের মাধ্যমে উত্তরোত্তর নিজের উন্নতি সাধনের ব্যাপারে মনোযোগী হবে। এখানেই তোমার শেষ নয়। মনে রাখবে, আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে সামনে এগোতে পারবে না । আশা করে তোমার এ ধরণের কৃতিত্ব জীবনের পরবর্তী পরীক্ষাগুলোতে এবং জীবনের সর্বক্ষেত্রে বহাল থকবে। দেশ ও জাতি তোমার কাছে অনেক আশা করে। আজ আর নয়। ইতি তোমারই বন্ধু রাফসান

[এখানে খাম আঁকবে]
শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইকে চিঠি
Previus
গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে তোমার ভূমিকার বর্ণনা দিয়ে বন্ধকুে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম