তোমার জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট পত্র


তোমার জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট পত্র

শ্রদ্ধেয় আব্বাজান, আমার সালাম গ্রহণ করুণ। আশা করি পরশ করুণাময় অশেষ কৃপায় মঙ্গল মতোই আছেন। গতকাল আপনার একখানা পত্র পেয়েছি। পত্রে আপনি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন। আব্বা, আপনি জানেন, আমাদের দেশের অধিকাংশ লোক দরিদ্র ও অশিক্ষিত। অর্থাভবে এরা সুচিকিৎসা থেকে বঞ্চিত । তা ছাড়া জনসংখ্যার তুলনায় আমাদের দেশে ভালো চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে। চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করছে হাজার হাজার গরিব মানুষ। এসব ভেবেচিন্তে ঠিক করেছি আমি একজন ডাক্তার হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব। তাই মাধ্যমিক পরীক্ষা পাসের পর অধ্যাপক আবদুল মজিদ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছে রাখি। দুস্থ ও দুঃখী মানুষের দুর্দশার কথা চিন্তা করে এ সিদ্ধান্তকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। কারণ আর্তমানবতার সেবাকেই আমি জীবনের পরম ব্রত বলে মনে করি। আমি আমার মত প্রকাশ করলাম । সবদিক বিচেচনা করে আমানার মতামত জানালে খুশি হব। আর বিশেষ কি। আমরা বাসার সবাই ভাল আছি। ইতি আপনার আদরের সন্তান সুরভী

গ্রামে দারিদ্র্য বিমোচনে তুমি কীভাবে অংশগ্রহণ করতে পার তা জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র 
Previus
শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইকে চিঠি
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম