বৃক্ষরোপণ সাপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর নিকট পত্র


বৃক্ষরোপণ সাপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর নিকট পত্র

প্রিয় সুরভী, প্রীতি ওশুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার একখানা পত্র পেয়েছি। পত্রে তুমি বৃক্ষরোপন সপ্তহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চেয়েছ। তাই এ সম্পর্কে আমার মতামত তুলে ধরছি। মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা খুব বেশি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বৃক্ষের উপর নির্ভরশীল। বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব পালন করে থাকে। বৃক্ষ থেকে আমরা জীবন রক্ষাকারী অক্সিজেন পাই। দেশের অর্থনৈতিক উন্নয়নেও বনভুমির গুরুত্ব কম নয়। ফল এবং মাঠ অনেক পরিবাবেরই আয়ের উৎস। গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে প্রয়োজনে অপ্রয়োজনে কেটে সাবাড় করে ফেলছে। ফলে প্রকৃতিতে দেখা দিচ্ছে বিরুপ প্রতিক্রিয়া । অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বাধাগ্রস্ত। তাই জরুরি ভিত্তিতে বৃক্ষরোপণ ও তা রক্ষাণাবেক্ষণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতি বছর দেশের সর্বত্র বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মাধ্যমের জনগণকে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। শ্লোগান তুলতে হবে, “একটি বৃক্ষই আপনার সন্তান।” তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজ শেষ করছি। ইতি তোমার বন্ধু রাফসান

[এখানে খাম আঁকবে]
নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ছোট ভাইকে পত্র
Previus
গ্রামে দারিদ্র্য বিমোচনে তুমি কীভাবে অংশগ্রহণ করতে পার তা জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম