নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ছোট ভাইকে পত্র
নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ছোট ভাইকে পত্র।
প্রিয় নোমান, দোয়া নিও। কাল তোমার চিঠি পেয়েছি। আমি জানতে পেরেছি, তুমি নাকি নিয়মিত সংবাদপত্র পড় না। বিষয়টি খুবই দুঃখজনক। কেননা, বর্তমান যুগে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর যাবতীয় সংবাদ ঘরে বসে জানতে পারি। সংবাদপত্র আমাদের মনের খোরাক ও আনন্দ যোগয় । দৈনন্দিন জীবনের নানা অরিহার্য তথ্য প্রতিদিন আমাদের হাতে তুলে দেয় সংবাদপত্র। দেশ-বিদেশের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতির বিভিন্ন সংবাদের পাশাপাশি এতে থাকে বিচিত্র সব বিষয়। শিল্প - সাহিত্যের আলোচনা, জ্ঞান-বিজ্ঞানের নানা তথ্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন জগতের বিচিত্র বিষয় এখন সংবাদপত্রের আকর্ষণীয় বিষয়। আধুনিক সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয় । সংবাদপত্র এখন নিত্যনতুন বিষয়কে ধারণ করছে। ফলে সংবাদপত্র হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের নির্দেশিকা। তা ছাড়া সংবাদপত্র বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিপূরক ভূমিকা পালন করছে। ফলে একজন শিক্ষার্থী হিসেবে তুমি নিয়মিত সংবাদপত্র পাঠে বহুমুখী জ্ঞান্ অর্জনের সুযোগ পাবে। এতে তোমার জ্ঞানের ক্ষেত্র যেমন সম্প্রসারিত ও বিকশিত হবে, তেমনি ভাষাজ্ঞানও বাড়বে। তা ছাড়া দেশ ও জাতির সমস্যা, সংকট-সম্ভাবনা সম্পর্কেও তোমার সুস্পষ্ট ধারণা জন্মাবে। এতে তোমার দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত হবে। এখন থেকে নিয়মিত সংবাদপত্র পাঠ করার চেষ্টা করো। আব্বা ও আম্মাকে আমার সালাম জানাবে। ভালো থেকো। আজ আর নয়।
ইতি তোমার বড় ভাই গাজী শরীফ [এখানে খাম আঁকবে]Previus
Next
Share This Post