ছোট ভাইকে বিজ্ঞান সাময়িকী ও বিজ্ঞানের বই পড়ার উপদেশ দিয়ে পত্র
ছোট ভাইকে বিজ্ঞান সাময়িকী ও বিজ্ঞানের বই পড়ার উপদেশ দিয়ে পত্র
প্রিয় নোমান, স্নেহ ও দোয়া নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার একখানা পত্র পেয়েছি। জেনেছি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করেছ। জীবনে আরও ভালো করতে হলে পাঠ্যপুন্তক পাঠের পাশাপাশি তোমাকে নিয়মিত বিজ্ঞানবিষয়ক সাময়িকী ও বিভিন্ন পুস্তক পাঠ করতে হবে। কেননা, আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। মানব সমাজের যে দিকেই দৃষ্টিপাত করা যায়, শুধু বিজ্ঞানের মহিমাই স্পষ্ট হয়ে উঠে । বিজ্ঞান শিক্ষা মানুষকে সচেতন করে এবং নানা রকম অনাচার ও কুসংস্কার থেকে মুক্ত রাখে। বিজ্ঞান শিক্ষা মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ ও শিক্ষা সম্পর্কে একটু সচেতন হলে ছোটখাটো অনেক সমস্যা নিজেদের পক্ষেই সমাধান করা সম্ভব। মানুষের দৈনন্দিন জীবনকে বিজ্ঞান যেভাবে প্রভবিত করছে, তাতে এর কল্যাণকর সেবা লাভ করার জন্যই বিজ্ঞানচর্চা একান্ত অপরিহার্য। শুধু বৃত্তিমূলক,কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনই বিজ্ঞান শিক্ষার মূল উদ্দেশ্য নয় বরং বিজ্ঞান শিক্ষার মাধ্যমে সর্বস্তরের মানুষ যদি বিজ্ঞানমনস্ক হয়ে উঠে, তবে দেশ ও জাতির জন্য তা কল্যাণ বয়ে আনবে। এ জন্য বিজ্ঞানবিষয়ক পুস্তক পাঠের পাশাপাশি ভালো ভালো বিজ্ঞান সাময়িকী পাঠের মাধ্যমে তুমি বিজ্ঞানবিষয়ক সর্বশেষ বিভিন্ন তথ্যও জানার সুযোগ পাবে। এ বিষয়ে আমার পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই তা পাবে। আমি চাই, তুমি গুরুত্বসহকারে বিজ্ঞানচর্চা করো। তাতে তুমি নিজে উকৃত হবে এবং অন্যদেরকেও প্রয়োজনে সহযোগিতা করতে পারবে। মা- বাবাকে আমার সালাম ও ছোটদের স্নেহ জানিও। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ইতি তোমার বড় ভাইয়া গাজী শরীফ
[এখানে খাম আঁকবে]
Previus
Next
Share This Post