বন্ধুর পিতৃবিয়োগে/মাতৃবিয়োগে সমবেদনা/ সান্ত্বনা জানিয়ে  পত্র


বন্ধুর পিতৃবিয়োগে/মাতৃবিয়োগে সমবেদনা/ সান্ত্বনা জানিয়ে  পত্র

প্রিয় আবু কালাম, হঠাৎ জানতে পারলাম তোমার পিতা আর এই পৃথিবীতে নেই। তাঁর হঠাৎ মৃত্যু সংবাদ আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই মনে হলো। এরুপ সংবাদের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তোমার বর্তমান মানসিক অবস্থা যে কী তা বুঝতে আমার বাকি নেই। কারণ আমিও তোমার মতো পিতৃহারা। তোমাকে সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। মানুষ মাত্রই মরণশীল। জন্মিলে মরিতে হবে- এটাই জগতের নিয়ম। শত চেষ্টা করলেও বাবা আর ফিরে আসবে না। এই অমোঘ সত্যটাকে তোমার মেনে নিতেই হবে। কেননা জীবন তার নিজস্ব গতিতেই চলে। শোক-তাপ ভুলে গিয়ে সংসারের দায়িত্ব গ্রহণ কর। তা ছাড়া তুমিই সংসারের বড় সন্তান। এ জগতে অগণিত মানুষের ভিড়ে তোমাকে বাচঁতে হবে পিতার সুযোগ্য সন্তান হয়ে। এ বিপদে তুমি ভেঙ্গে পড়লে তোমার ছোট ছোট ভাইবোন আরও দিশেহারা হয়ে পড়বে। এমনকি তোমার পিতার বিদেহী আত্মাও কষ্ট পাবে। তুমিই এখন তোমার পরিবারের একমাত্র ভরসাস্থল। তাই মা ও ভাইবোনদের দায়িত্ব গ্রহণ করে তোমাকেই তোমার বাবার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হবে। আর এজন্যই তোমাকে আরও শক্ত হতে হবে। আমার মাধ্যমিক সমাপণী পরীক্ষা চলছে। নতুবা এমন বিপদের দিনে আমি এখনই ছুটে যেতাম তোমার পাশে। বিদায়লগ্নে পরম করুণাময়ের নিকট তোমার মরহুম পিতার বিদেহী আত্মার মাগফেরাত এবং অকূল পাথার থেকে যেন তোমরা মুক্তি পেতে পার সেই কামনাই করছি। ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকতে হবে]

বিদ্যালয় থেকে বিদায় নেয়ার শেষ দিনটিতে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুকে পত্র
Previus
ছোট ভাইকে বিজ্ঞান সাময়িকী ও বিজ্ঞানের বই পড়ার উপদেশ দিয়ে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম