বিদ্যালয় থেকে বিদায় নেয়ার শেষ দিনটিতে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুকে পত্র


বিদ্যালয় থেকে বিদায় নেয়ার শেষ দিনটিতে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুকে পত্র

প্রিয় সুরভী, বেদনা ভারাক্রান্ত মন নিযে তোমাকে লিখতে বসেছি। আজ ছিল আমার স্কুলের শেষ দিন অর্থাৎ বিদায়ের দিন। বহুদিনের স্মৃতি বিজড়িত স্কুল থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম । বাড়ি পৌঁছেই মনটাকে কিছুটা হালকা করার মানসে তোমার কাছে লিখতে বসেছি। বিদ্যালয়ে গিয়েই দেখি, মিলনায়তনটি নানাভাবে সুসজ্জিত করা হয়েছে। শিক্ষকমন্ডলী এবং আমন্ত্রিত অভিভাবকরা সভায় উপস্থিত । আমরা বিদায়ীরা একপাশে বসলাম। প্রধান শিক্ষক মহোদয় মলিন মুখে সভাপতির আসন গ্রহণ করেন। পুরো কক্ষে যেন বিরাজ করছিল এক অন্যরকম নীরবতা। আজ একে একে আমার মানসপটে ভেসে আসছে স্কুলজীবনের সমস্ত স্মৃতি। মনে পড়ে সেদিনের কথা, যেদিন প্রথম কুহেলিকাচ্ছন্ন শীতে ভয়- শাঙ্কিতচিত্তে বাবার হাত ধরে এ বিদ্যাপীঠে পদার্পণ করেছিলামা। কালের স্রােতে সবার সাথে গড়ে উঠল মায়ার বন্ধন। শিক্ষকদের শ্রদ্ধার বিনিময়ে পেয়েছি অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ। বিদ্যালয়ের পিয়ন, দারোয়ান, দপ্তরি- এরাও হয়ে উঠেছিল অতি আপনজন। আজ নাড়ির বাঁধন ছিন্ন করে সবাইকে ছেড়ে যেতে হচ্ছে তাই বিদায়বাণী উচ্চরণ করতে ঠোঁট উঠেছে কেঁপে, চোখ হয়েছে অশ্রুসিক্ত। ছাত্রদের পক্ষ থেকে কয়েকজন কিছু বলতে চেষ্টা করেছে । কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলা সম্ভব হচ্ছিল না। কয়েকজন অভিভাবক আমাদের উদ্দেশ্যে উপদেশমূলক কিছু কথা বললেন । সবশেষে প্রধান শিক্ষক আমাদের হাতে তুলে দিলেন স্নেহের উপহারস্বরূপ একটি করে বই। বিদায় শেষে বেদনা ভরাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলাম। বিশেষ আর কী লিখব। তোমার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
পরীক্ষায় ভালো ফল করার জন্য উৎসাহ দিয়ে  ছোট ভাইকে পত্র
Previus
বন্ধুর পিতৃবিয়োগে/মাতৃবিয়োগে সমবেদনা/ সান্ত্বনা জানিয়ে  পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম