পরীক্ষায় ভালো ফল করার জন্য উৎসাহ দিয়ে ছোট ভাইকে পত্র
পরীক্ষায় ভালো ফল করার জন্য উৎসাহ দিয়ে ছোট ভাইকে পত্র
প্রিয় নোমান, তোমার চিঠি পেলাম। জানতে পারলাম তুমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীতে উর্ত্তীণ হয়েছ। কিন্তু তোমার অঙ্ক ও বিজ্ঞানের নম্বর দেখে খুব একটা খুশি হতে পারিনি। তুমি জান, তোমাকে নিয়ে আমাদের সকলের অনেক আশা-ভরসা। বাবার ইচ্ছে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন। তাই তোমাকে অঙ্ক ও বিজ্ঞান এ দুটি বিষয় ভালো জানতে হবে। প্রয়োজনবোধ এ দুটি বিষয়ের জন্য কোনো গৃহশিক্ষকের শরণাপন্ন হতে পার। এখন থেকেই পাঠে মনোযোগী হও। পাঠ্যপুস্তকের সাথে সাথে ধর্মীয় ও উপদেশমূলক বই পড়া প্রয়োজন। লেখাপড়ার ফাঁকে ফাঁকে খবরের কাগজ পড়া এবং রেডিও শোনার চেষ্টা করো। তাহলে বিশ্বের কোথায় কী ঘটছে তা জানতে পারবে। শুধু পুঁথি -পুস্তকের কীট হয়ে থাকলেই চলবে না। তুমি জান, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্যবিধি মেনে চলে শরীর ঠিক রাখার দিকেও বিশেষ নজর দিতে হেব। কেননা স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। আর পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মন সতেজ রাখা জরুরি। আব্বা ও আম্মাকে আমার সালাম দিও। ছোটদের প্রতি ও স্নেহ রইল। বিশেষ আর কী লিখব। তোমার কুশল কামনা করে এখানেই শেষ করছি।
ইতি তোমার বড় ভাইয়া গাজী শরীফ [এখানে খাম আঁকবে]Previus
Next
Share This Post