ছাত্রজীবনে প্রত্যক্ষ রাজনীতিতে জড়ানোর কুফল সম্বন্ধে উপদেশ দিয়ে ছোট ভাইকে পত্র
ছাত্রজীবনে প্রত্যক্ষ রাজনীতিতে জড়ানোর কুফল সম্বন্ধে উপদেশ দিয়ে ছোট ভাইকে পত্র
প্রিয় নোমান, স্নেহশিস নিও। আশা করি ভালো আছ। গতকাল আম্মার একটি চিঠি পেয়েছি। চিঠিতে তোমার রাজনীতিতে জড়ানোর আগ্রহ সম্পর্কে জানতে পেরে আমি বড়ই চিন্তিত । কেননা, ছাত্রজীবন যথার্থ শিক্ষা লাভের সময়। ছাত্ররাই মূলত দেশের ভবিষ্যৎ পথিকৃৎ। ছাত্রদের উপরই নির্ভর করে একটি দেশের উন্নতি ও সমৃদ্ধি। দুঃখের বিষয়, আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল কোমলমতি ছাত্রদের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে অন্ধকারে ধােিবত হচ্ছে এসব ছাত্রের ভবিষ্যৎ জীবন। জ্ঞানার্জন, চরিত্র গঠন, সর্বোপরি একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার সময়ই হলো ছাত্রজীবন। তুমি সবেমাত্র নবম শ্রেণীর ছাত্র। এখন তোমার উচিত একাগ্রচিত্তে পড়ালেখা চালিয়ে যাওয়া। এখন তোমার রাজনীতিতে জড়িয়ে না পড়াই শ্রেয়। স্বার্থবাদী রাজনীতির ডামাডোলে তোমার মূল্যবান ও অমিত সম্ভাবনাময় জীবন ধ্বংস হোক-তা আমাদের কারোরই কাম্য নয়। শরীরের প্রতি যত্ন নিও। তোমার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। আব্বা ও আম্মাকে আমার সালাম দিও।
ইতি তোমার বড় ভাইয়া গাজী শরীফ [এখানে খাম আঁকবে]Previus
Next
Share This Post