সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মানুষের দুঃখ-কষ্ট ও ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র


সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মানুষের দুঃখ-কষ্ট ও ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র

প্রিয় নোমান, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। অনেক দিন যাবৎ তোমার কোনো খোঁজখরব পাচ্ছি না। আজ তোমাকে সম্প্রতি সংঘটিত বন্যার ভয়বহতা সম্পর্কে লিখছি। প্রচীনকাল থেকেই আমাদের দেশের জনগণ বন্যার সাথে পরিচিত । তাই স্বাভাবিক বন্যাকে তারা ভয় পায় না। তবে বাংলাদেশে সম্প্রতি যে বন্যা হয়ে গেল এ প্রকৃতি ছিল অনেকট ভিন্নতর। শতাব্দীর এই ভয়াবহ দীর্ঘস্থায়ী বন্যা দেশের অর্থনীতির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। ৫৫ হাজার বর্গমাইলেই দুই-তৃতীয়ংশ স্থান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনষ্ট হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আড়াই মাস স্থায়ী এ ভয়াবহ বন্যায় প্রায় ৩ কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায়-সম্বল হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছে। ঘারবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, কৃষি সড়ক এবং শিল্পখাতসহ অন্যান্য সেক্টরে ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকার। বন্যায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি ও যোগাযোগব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, অনেক মানুষ ও গাবাদি পশু মারা গেছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির দাম অত্যধিক বেড়ে যায়। বন্যার সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে কলেরা , বসন্ত ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ব্যাধি। গোটা দেশের ব্যবসা- বাণিজ্য শিল্প উৎপাদান ও ডাক চলাচলসহ সর্বক্ষেত্রে স্থবিরতা নেমে আসে। আমি ভালো আছি । তোমার সার্বিক কামনা করে শেষ করছি।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কীভাবে উদযাপিত হয়েছে, তার বিবরণ দিয়ে বন্ধুকে পত্র
Previus
ছাত্রজীবনে প্রত্যক্ষ রাজনীতিতে জড়ানোর কুফল সম্বন্ধে উপদেশ দিয়ে ছোট ভাইকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম