বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কীভাবে উদযাপিত হয়েছে, তার বিবরণ দিয়ে বন্ধুকে পত্র


বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কীভাবে উদযাপিত হয়েছে, তার বিবরণ দিয়ে বন্ধুকে পত্র

প্রিয় সুরভী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল আমাদের বিদ্যালয়ের উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আগে থেকেই স্কুলটি সাজানো হয়েছিল, নেওয়া হয়েছিল সব রকমের প্রস্তুতি। সকালে প্রধান শিক্ষকের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান। নবম শ্রেণীর ছাত্রী মারিয়া আফরোজ মীমের উপস্থাপনায় অনুষ্ঠিত মনোজ্ঞ এ নাচ-গান , বক্তৃতা, বিতর্ক, জারি , সারি প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজেদের যোগ্যতা উপস্থাপন করে। আমি অংশগ্রহণ করেছিলাম উপস্থিত বক্তৃতা এবং জারি গান প্রতিযোগিতায়। তারপর মধ্যাহ্ন বিরতি দিয়ে শুরু হয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে আলোচনা সভা। বিভিন্ন স্মৃতিচাণার মাধ্যমে বর্তমান প্রজন্ম তথা আমরা জানতে পারি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য। সবশেষে শুরু হয় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের গণিতের শিক্ষক জনাব নাসের আহমেদ ঘোষনা করছিলেন পুরষ্কার প্রাপ্তদের নাম। তিনি একে একে নাম ঘোষণা করছিলেন আর পুরষ্কারপ্রাপ্তরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নিচ্ছিল। এক সময় মাইকে ভেসে আসে আমার নাম। আমি আশ্চর্য হয়ে যাই। দুটি ইভেন্টেই আমি প্রথম পুরস্কার লাভ করি। পুরস্কার আনতে গিয়ে আমি আবেগে, খুশিতে আত্মহারা হয়ে যাই। সে যে কী এক অনুভুতি তা তোমাকে লিখে বোঝাতো পারব না। তোমার এমন কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবে কিন্তু । আজ আর নয়।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র
Previus
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মানুষের দুঃখ-কষ্ট ও ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম