বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র


 বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র

প্রিয় নোমান, শুভ নবর্বষ। আশা করি ভালো আছ। বিপুল উৎসাহ উদ্দীপনায় কিছুদিন পূর্বে আমরা বরণ করে নিলাম নতুন একটি বছরকে। এ উপলক্ষে আমাদের বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নববর্ষ উদ্যাপনের জন্য পূর্ব থেকেই বিদ্যালয়টি মনোরম পরিবেশ সাজানো হয়। নেওয়া হয় সব রকম সাংকৃতিক অনুষ্ঠানের । বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করা হয়। আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের । বিদ্য্যালয়ের সকল শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য ঐ দিন সূর্যোদয়ের পূর্বেই বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ আমরা শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে উপস্থিত হই। মেয়েরা পরেছিল লাল পাড়ের সাদা শাড়ি এবং ছেলেরা পাজামা-পাঞ্জাবি। সকলে মিলে “এসো হে বৈশাখ, এসো এসো .......” গাণ গেয়ে নতুন বছরকে বরণ করি। এরপর একে একে নাচ , গান, কবিতা আবৃত্তি, নাটিকা, গীতিনাট্য ইত্যাদি পরিবেশন করা হয়। অনেক শিক্ষকও বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন। আমাদের সবার প্রিয় আকর্ষনীয় ও উপভোগ্য হয়ে উঠে । আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমন্ত্রিত কয়েকজন অতিথি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। নববর্ষ উদ্যাপন মধ্য দিয়ে দেশীয় ঐতিহ্য টিকিয়ে রাখার পরামর্শ দেন তাঁরা। সবশেষে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবার অংশগ্রহনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। সবদিক বিচারে নববর্ষের অনুষ্ঠারনটি সার্থক হয়েছে। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত অুনষ্ঠান উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। তাই এ দিনটি আমার মনে চির জাগরূক হয়ে থাকবে। এবার পহেলা বৈশাখ তোমার কেমন কাটল, কীভাবে নবর্বষ উদযাপন করলে আমাকে জানাবে । তোমার পরিবারে সবাইকে আমার শুভেচ্ছা জানাবে।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
বৈশাখী মেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র
Previus
বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কীভাবে উদযাপিত হয়েছে, তার বিবরণ দিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম