ক্ষমতার মোহ - অনুচ্ছেদ - Gazi Online School


ক্ষমতার মোহ

সকল মানুষই ক্ষমতাকে ভালোবাসে। পৃথিবীতে ক্ষমতার মোহের মতো অন্য কোনো মোহ নেই। মানুষ সর্বদাই ক্ষমতার পিছনে দৌঁড়ায়। ক্ষমতাই সকল শক্তির উৎস। মানুষ তার সর্বাত্মক চেষ্টা করে ক্ষমতাকে পাবার। যদিও অতিরিক্ত ক্ষমতার লিপ্সা মানুষকে পশুতে পরিণত করে। তারপরও মানুষ সর্বদাই ক্ষমতার পিছনে দৌড়ায়।

অনেক সময় পুরো সমাজ কিংবো জাতিও ক্ষমতার মোহে পাগল হয়ে যেতে পারে। ক্ষমতার আকাঙ্ক্ষা অনেক সময় রাজনীতিবিদ ও উচ্চপদস্থ সরকারিকর্মকর্তাদের মাঝেও দেখা দেয়। ক্ষমতার মোহে মানুষ আত্মাকেন্দ্রিক হয়ে যায়। ক্ষমতা ছাড়া সে কিছুই ভাবতে পারে না। অনেক সময় সে তার আত্মীয়-স্বজনকেও ভুলে যায়। ক্ষমতার মোহ নেশার মতো। যে একবার ক্ষমতার ছোঁয়া পেয়েছে সে সর্বদাই এর পিছনে দৌড়াবে। ক্ষমতার পিছনে দৌড়াতে গিয়ে মানুষ অনেক সময় অসৎ হয়। সে হয়ে পড়ে বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ, সুবিধাবাদী। তবুও ক্ষমতার মোহ ত্যাগ করা যায় না। ক্ষমতা অনেক সময় ভালো কাজে ব্যবহৃত হতে পারে। ক্ষমতা যদি জনগণের ভালোর জন্য ব্যবহৃত হয় তবে তা প্রশংসার যোগ্য। যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার হয় তবে তা অভিশাপ। 

অপরাজেয় বাংলা - অনুচ্ছেদ - Gazi Online School
Previus
মিতব্যয়ী - অনুচ্ছেদ - Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম