গুরুত্বপূর্ণ কিছু খুদে বার্তা লিখনঃ-
১. বিজ্ঞান মেলায় উপস্থিত অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
২. ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
৩. বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধকে একটি খুদে বার্তা লিখ।
৪. জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
অথবা, মনে করো তুমি প্রভা। শিখা তুমার বন্ধু। আজ তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ন্যূনতম পাঁচটি বাক্যের একটি খুদে বার্তা লিখ।
৫. স্মরণীয় ঘটনা সম্পর্কে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
৬. শিক্ষা সফরের প্রস্তুতির খবর নিতে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
৭. শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধকে একটি খুদে বার্তা লিখ।
৮. ভালো ফল করার জন্যে ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
৯. মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভাইকে একটি খুদে বার্তা লিখ।
১০. বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১১. বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক খুদেবার্তা।
১২. বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে বন্ধুকে আহ্বান জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১৩. ২০১৫ বিশ^কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ নিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
১৪. বৃক্ষরোপণ সপ্তাহ পালনের জন্য বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
১৫. বিশ^ ভালোবাসা দিবস উপরক্ষে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১৬. জাতীয় শোক দিবস উপলক্ষে একটি খুদে বার্তা লিখ।
১৭. বসন্তের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
১৮. পরিচিতজনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১৯. দূর্গাপূজা উপলক্ষে প্রিয়জনদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লিখ।
২০. ক্লাসে অনুপস্থিতির কথা জানিয়ে শ্রেণিশিক্ষকের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লিখ।
২১. কলেজের অনুষ্ঠান উপলক্ষে অভিভাবকদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লিখ।
২২. কর্মশালার সংবাদ জানিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতি একটি খুদে বার্তা লিখ।
২৩. সাম্প্রতিক বন্যায় ত্রাণ কাজে সাহায্য করার জন্য তোমার বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
২৪. মনে করো, একজন মুমুর্ষু রোগী জন্য (ও-পজেটিভ) রক্ত প্রয়োজন। তোমার এক বন্ধুর রক্তের গ্রুপ (ও-পজেটিভ) তাই তার কাছে রক্ত চেয়ে একটি খুদে বার্তা লিখ।
২৫. অমর একুশে বই মেলায় আসার জন্য তোমার বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।