আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট - অনুচ্ছেদ। Gazi Online School
আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট
জাতিসংঘের মহাসচিব কফি আনান ১৫ মার্চ, ২০০১ সালে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তথা মাতৃভাষা ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষা সম্পর্কে গবেষণা করা হবে।
বিশ্বের বিভিন্ন
ভাষার নমুনা এখানে রাখা হবে। এটি হবে একটি আন্তর্জাতিক তথ্য বিশ্বভাষা জাদুঘর। বাংলাদেশসহ
বিশ্বের ভাষা বিজ্ঞানীরা এখানে গবেষণা করার সুযোগ পাবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন জাতির
প্রায় ছয় হাজারের বেশি মাতৃভাষা রয়েছে। এ ভাষাগুলোর বর্ণমালা, পান্ডুলিপি ইত্যাদি এখানে
সংরক্ষণের চেষ্টা করা হবে। এ ইনস্টটিউটে এ ভাষাগুলোর অস্তিত্ব টিকিয়ে রখোর চেষ্টা করবে
এবং হারিয়ে যাওয়া ভাষাগুলোর ব্যাপারে গবেষণা চালবে।
Previus
Next
Share This Post