আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - অনুচ্ছেদ। Gazi Online School


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ থেকে ৬৭ বছর পূর্বে যে দিনটিতে বাংলাদেশের মানুষ মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে আত্মত্যাগের অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই দিনটি ছিল ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী। ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করাই বিশ্বজনীন স্বীকৃতি। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশের ইতিহাসে নানাভাবে গুরুত্বপূর্ণ।

এই ভাষাযুদ্ধে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরের আত্মত্যাগ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করে। বাংলাদেশের মানুষ একুশের অহংকারে চির উদ্ভাসিত। কারণ পৃথিবীর আর কোনো দেশের মানুষ মাতৃভাষার জন্য জীবন দেয় নি। ১৯৯৮ সালেন ২৮ শে মার্চ কানাডা থেকে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ৭ টি দেশের সমন্বয়ে গঠিত ১০ ‍সদস্য বিশিষ্ট The Mother Language Lovers সংগঠনের পক্ষে সালাম ও রফিক নামে দুই তরুণ ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাবে বলেন : The Bangalis have played a very important role in protecting their Mother Language from serious crisis related to it exertence. In today’s world there are many nation or communities’ still facing serious crisis and threat against their Mother Language. তাদের একান্ত প্রচেষ্টা ও শিক্ষা মন্তাণালয়ের উদ্যোগে ইউসেস্কোর ৩ তম সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর মর্যাদা লাভে সক্ষম হয়।

মাইকেল মধূসুদন দত্ত - অনুচ্ছেদ। Gazi Online School
Previus
আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট - অনুচ্ছেদ। Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম