যমুনা সেতু - অনুচ্ছেদ - Gazi Online School
যমুনা সেতু
যমুনা সেতু আমাদের দেশের মানুষের দীর্ঘদিনের আশা। অবশেষে ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু নামে যমুনা সেতু উদ্বোধন করা হয়। এটি একটি বহুমুখী এবং গুরুত্বপূর্ণ সেতু। এটি পৃথিবীর ১১-তম এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সেতু। এ সেতুতে মিটার গেজ ও ব্রডগেজ রেললাইন, গ্রাস সংযোগ ও বিদ্যুৎ সংযোগ আছে।
এটি ৪.৮ কি.মি. র্দীঘ এবং ১৮.৫ মি. চওড়া। ৪৯টি স্প্যান বিশিষ্ট
এ সেতু দেশের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সংযুক্ত করেছে। ফলে
পৌছানো সম্ভব হচ্ছে। এ সেতেু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এশীয়
উন্নয়ন ব্যাংক, ভবশ্ব ব্যাংক, জাপান, কোরিয়া এ সেতুন পেছনে অর্থায়ন করেছে। টোল আদায়ের
মাধ্যমে এ সেতুর ঋণ শোধ করা হবে। ২০৩৩ সালের অর্থনীতিতে এর ভূমিকা ক্রমশ বেড়েই চলেছে।
Share This Post