এশিয়ান হাইওয়ে - অনুচ্ছেদ। Gazi Online School
এশিয়ান হাইওয়ে
এশিয়ান হাইওয়ের ধারণা নতুন নয়। আফগান শাসক শেরশাহ সুরি ১৫৪০ সালে স্থলবেষ্টিত কাবুলকে বহিবিশ্বের সঙ্গে সংযুক্ত করার জন্য এশিয়ান হাইওয়ে পরিকল্পনা করেন। ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোড নামে এ সড়কটি ভারতীয় উপমহাদেশ হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা-চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ছিল। ESCAP নতুন করে এশিয়ান হাইওয়ের ধারণা বাস্তবায়নের উদ্যোগ নেয়। এসকাপ পরিকল্পিত নতুন রুট হলো যশোর-বনগাঁ-তামাবিল।
এই রুট ভারত থেকে ঢুকে সিলেট
দিয়ে আবার ভারতে প্রবেশ করে মিজোরাম হয়ে মিয়ানমার পর্যন্ত যাওয়ার কথা। এশিয়ান হাইওয়ে
নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ ও এসকাপ আয়োজিত সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে
চট্টগ্রাম, টেকনাফ দিয়ে আরেকটি হাইওয়ের ব্যাপারে মিয়ানমারকে রাজি করানোর প্রস্তাব গৃহীত
হয়। এই প্রেক্ষাপটে বিগত সরকার টেকনাফ আরাকান দিয়ে এশিয়ান হাইওয়ে স্থাপনের উদ্যোগ নেয়।
ইতোমধ্যে মিয়ানমার-কক্সবাজার-টেকনাফ রুট দিয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ের ব্যাপারে নীতিগভাবে
একমত হয়েছেন। বর্তমান সরকার ক্ষমতার আসার পর এশিয়ান হাইওয়ের ব্যাপারে গঠনমূলক পদক্ষেপ
গ্রহণ করার চেষ্টা করে যাচ্ছে।
Previus
Next
Share This Post