বাংলাদেশ ফিল্ম আর্কাইভ - অনুচ্ছেদ। Gazi Online School
বাংলাদেশ
ফিল্ম আর্কাইভ
চলচ্চিত্রের সাথে সম্পর্কযুক্ত বিষয়াদির সংরক্ষণের জন্য ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটি মোহাম্মদপুর থানার গজনবী রোডে অবস্থিত। চলচ্চিত্রের সাথে সম্পর্কযুক্ত চিত্রনাট্য, স্থিরচিত্র, পোস্টার, গানের বই, পত্র-পত্রিকা এবং চলচ্চিত্রের অডিও-ভিডিও টেপ সংরক্ষণ এবং রেফারেন্স হিসেবে ব্যবহারের অবকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি করা এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এখানে চলচ্চিত্র সংক্রান্ত দেশি-বিদেশি বই, ম্যাগাজিন এবং ফিল্ম রয়েছে।
আর্কাইভের ফিল্ম ভল্টে আছে ২শ’ পূর্ণদৈর্ঘ্য নেগেটিভ, ১শ’ ৫২টি সংবাদচিত্র,
৬শ’ প্রামাণ্য চিত্র, এসবের মধ্যে ঢাকার প্রথম ছবি ‘সুকুমার’ ও ‘দা লাস্ট কিস’- এর
মতো দুষ্প্রাপ্য ছবিও রয়েছে। ঢাকার প্রথম পূর্ণদৈর্ঘ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ১৯৩৪
সালে নির্মিত কাজী নজরুল ইসলামের ‘ধ্রব’ ছবির চিত্র আর্কাইভ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
১৯৩৫ সালে প্রথম বড় ছবি ‘দেবদাস’ এর একমাত্র প্রিন্টটিও এখানে রয়েছে। এচাড়া ভারত, রাশিয়া,
চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, হাঙ্গেরি ও বুলগেরিয়ার ৬২টি ছবি রয়েছে। বাংলাদেশের
চলচ্চিত্র কর্মীদের জন্য ফিল্ম আর্কাইভ একটি মূল্যবান সংগ্রহশালা হিসেবে পরিগণিত হয়ে
আসছে।
Share This Post