জাতীয়তাবাদ - অনুচ্ছেদ। Gazi Online School


জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ হচ্ছে রাজনৈতিক জনপ্রিয় তত্ত্বগুলোর একটি। একে আধুনিক জগতের রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো মাধ্যমগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। সর্বপ্রথম ম্যাকিয়াভেলি ষোড়শ শতাব্দীতে এই তত্ত্ব প্রকাশ করেছিলেন। এটি ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। জাতীয়তাবাদ এক সময় হাজার হাজার মানুষের পরিত্রাণের মন্ত্র হসেবে কাজ করেছিল। সাধারণ অর্থে, জাতীয়তাবাদের অর্থ হচ্ছে একটি মানসিক অনুভূতি এবং জাতির ইচ্ছা অনুসারে জাতীয় জীবন গঠনের অভিলাষ।

জাতীয়তাবাদ মানুষকে রাজনৈতিক সচেতনতার প্রতি উদ্বুদ্ধ করে। সেজন্য জাতীয়তাবাদ রাজনৈতিক সচেতনতার গণ-সমাজ হিসেবে স্বীকৃত। জাতীয়তাবাদকে কেন্দ্র করে লর্ড ব্রাইস বলেছেন, “জাতীয়তাবাদ বলতে বোঝায় ভাষা, সাহিত্য, চিন্তাধারা, রাজনীতি এবং ঐতিহ্য দ্বারা একটি একতাবদ্ধ জাতিকে, যাকে একই উপাদান দ্বারা গঠিত অন্যান্য জাতি থেকে পৃথক মনে করা হয়।” যা হোক, জাতীয়তাবাদ একটি মনের চেতনা; এটি এক ধরনের মানসিক প্রবৃত্তি ও প্রবণতা যার মাধ্যমে একটি জাতি একতাবদ্ধ হয়ে একত্রে বাস করে। এর কিছু বৈশিষ্ট্য বা উপাদান থাকতে পারে যেগুলো হতে পারে ভৌগোলিক, বর্ণগত, ভাষাগত, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানসিক অভিন্নতা। জাতীয়তাবাদের এই উপাদানগুলো একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু একটি নির্দিষ্ট উপাদান জাতীয়তাবোধের ধারণা জাগ্রত করার জন্য যথেষ্ট নয়। জাতীয়তাবাদের প্রধান বক্তব্য হচ্ছে একতার চেতনা। সুতরাং আধুনিক জগতে জাতীয়তাবাদের গুরুত্ব অসীম। কিন্তু বিকৃত জাতীয়তাবাদ একটি জাতির মাঝে অতিমাত্রায় অহংকার সৃষ্টি করে। এটি পর্যায়ক্রমে সাম্রাজ্যবাদ সৃষ্টি করে। বিপথগামী জাতীয়তাবাদ একটি জাতিকে অন্যান্য জাতির প্রতি আগ্রাসী বা হঠকারী হতে উৎসাহিত করে। 

এশিয়ান হাইওয়ে - অনুচ্ছেদ। Gazi Online School
Previus
নৈতিক অবক্ষয় - অনুচ্ছেদ। Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম