নৈতিক অবক্ষয় - অনুচ্ছেদ। Gazi Online School
নৈতিক
অবক্ষয়
তীব্র নৈতিক অবক্ষয় মানবজাতির প্রধান সমস্যা। যেটি মানব জাতির শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত করছে। সমাজে নেতিকতা হলো উন্নয়ন এবং স্বর্গীয় গুণাবলি যেমন- ভালোবাসা, স্নেহ, স্বগীয় অনুভূতি, সম্মান এবং অন্যের জন্য প্রশংসা ইত্যাদির প্রধান উৎস। নৈতিক মূল্যবোধ সামাজিক শান্তি স্থাপন, শৃংখলা এবং ন্যায়বিচার নিশ্চিত করে।
অস্বীকার করা যায় না যে, নৈতিকতা
হলো যে কোনো ব্যক্তিগত, সামাজিক বা বৈশ্বিক পর্যায়ে মানবজাতির শ্রেষ্ঠ গুণ। নৈতিকতার
সংস্পর্শ ব্যতীত একটি সার্থক, সৎ এবং স্থায়ী গণতান্ত্রিক, আর্থসামাজিক, প্রশাসনিক এবং
বিচারিক প্রতিষ্ঠানের স্বপ্ন কখনো দেখা যায় না। নৈতিকতা বিবর্জিত মানুষের কর্মকান্ডের
ফলে, অনেক ক্ষেত্রেই সামাজিক অপরাধ সংঘটিত হয়। সুতরাং ধর্ম, বর্ণ ও জাতীয়তা নির্বিশেষে
বিশ্বের সকল মানুষের মধ্যে নৈতিক সচেতনতা এবং বিবেকের উন্নয়ন ঘটানো প্রয়োজন। নিজ নিজ
পরিবার এবং সামাজিক পর্যায় থেকে নৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সকল স্তরের জনগণকে
সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা প্রয়োজন।
Share This Post