মুক্তিযোদ্ধা - অনুচ্ছেদ । Gazi Online School


মুক্তিযোদ্ধা

একজন মুক্তিযোদ্ধা সব সময়ে এবং সব দেশে সম্মানিত। কারণ তিনি একটি মহৎ কারণে যুদ্ধ করেন যা হলো মাতৃভূমির স্বাধীনতা। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কিন্তু মাঝে মাঝে বিদেশী শাসক দ্বারা কোনো জাতির প্রতি এ অধিকারটি অস্বীকার করা হয়। এর ফলে স্বাধীনতাপ্রিয় জনগণ এবং দখলদার বাহিনীর মধ্যে সশস্ত্র যুদ্ধ বা সংঘাত সৃষ্টি হয়। মাঝে মাঝে এই যুদ্ধ বছরের পর বছর চলে এবং যদি জনগণ একতাবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকে তাহলে মুক্তিযোদ্ধারা জয়ী হন এবং দেশটি স্বাধীনতা অর্জন করে।

বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে গৌরবময় স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছিল। এই মহান যুদ্ধে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা, ছাত্র এবং সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেছিলেন। তাঁরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছিলেন এবং সুপ্রশিক্ষিত পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিলেন। যারা অংশগ্রহণ করেছিলেন তাঁদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। মুক্তিযোদ্ধার অনেকেই মাতৃভূমির জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন। আমরা এই স্বাধীনতার জন্য সেইসব মহান মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সোনার সন্তান এবং তার গর্ব। বাংলাদেশ বা পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত জনগণ এই সাহসী সন্তানদের স্মৃতি বুকে লালন করবে। 

নৈতিক অবক্ষয় - অনুচ্ছেদ। Gazi Online School
Previus
মাইকেল মধূসুদন দত্ত - অনুচ্ছেদ। Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম