স্যার জগদীস চন্দ্র বসু - অনুচ্ছেদ। Gazi Online School


স্যার জগদীস চন্দ্র বসু

স্যার জগদীস চন্দ্র বসু ১৮৫৯ সালের ৩০ নভেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। বসু ১৮৭৫ সালে হেয়ার স্কুল থেকে এন্ট্রাস পরীক্ষায় (বর্তমানের এস.এস.সি) পাস করেন এব কলকাতার সেইন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তিনি ১৮৮০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি ১৮৮৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি ১৮৮৫ সালে  ইন্ডিয়া ফিরে আসেন এবং প্রেসিডেন্সি কলেজে (কলকাতায়) পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। বসু ১৯০২ সালে  Responses in the living and non-living নামে একটি বই লিখেন এবং সেই বইয়ে তিনি প্রমান করেন যে, গাছপালা ঠিক মানুষের মতই তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাইরের উত্তেজকের প্রতি অনুভুতিশীল। এই আবিস্কার তাঁকে বিখ্যাত করেছিল। তিনি ১৯৩৭ সালে ২৩ নভেম্বর মারা যান। 

Report on Student’s failure in English: its causes- Gazi Online School
Previus
সামাজিক বনায়ন- অনুচ্ছেদ। Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম